
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) বলেছেন, প্রধানমন্ত্রী মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছেন, সেই কাজই বাস্তবায়ন করছে পুলিশ। জঙ্গি ও মাদক প্রতিরোধ পুলিশ সদস্যদের একার পক্ষে সহজ নয়। এই কাজে সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ২০১৩-১৪ সালে এ দেশে একটি গোষ্ঠি সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করেছিল, পুলিশ তা রুখে দিয়েছে। আর কোনো সন্ত্রাসী কার্যক্রম এই দেশে যেন না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। এই দেশের মানুষকে শান্তিতে থাকার এবং নিরাপদে রাখতে প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা।
মঙ্গলবার বিকেলে বগুড়া পুলিশ লাইন্স মাঠে বগুড়া জেলা পুলিশ সদস্যদের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ হোসেন, র্যাব-১৩ অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোজাম্মেল হক বিপিএম পিপিএম, বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। এই সমাবেশে পুলিশ সদস্যদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নানা আয়োজনে সম্পন্ন হওয়া বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে জেলার পুলিশ সদ্যদের মধ্যে বর্ণিল উৎসব দেখা যায়।
বিকেলে সমাবেশের এক ফাঁকে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ (পুনাক) সভানেত্রী আইজিপি পতিœ হাবিবা জাবেদ জেলা পুনাকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও বৃত্তি প্রদান করেন। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন এবং পুনাক সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি পত্নি দিলরুবা খুরশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর আগে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বগুড়া পুলিশ লাইন্স মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি পুলিশ সদস্যদের ক্রীড়া উপভোগ করার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব শেষে আতশবাজি পুড়ানো হয়।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।