
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে ২ মার্চ সন্ধ্যায় দেশের প্রথমবারের মতো সম্পন্ন হলো শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশ শীর্ষক ব্যতিক্রমি সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘আলোর মেলা‘। উপজেলা রিসোর্স সেন্টার ও প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজন করে।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মেলায় ১৫৮টি স্কুলের ১৩২ জন ইয়েস কার্ডধারী শিক্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নাচে-গানে-কবিতা আবৃত্তি-অভিনয়-নৃত্য-চিত্রাংকনসহ মোট ১১টি ইভেন্টের উপর দিনব্যাপী প্রতিযোগিতায় দুই সহ¯্রাধিক দর্শক-¯্রােতা মেলাকে প্রাণবন্ত রাখেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী উদ্ধোধনী বক্তব্য রাখেন। ইউএনও তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, নবাগত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, শিক্ষা অফিসার আলহাজ তাছমিলাম বেগম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, আ’লীগ সভাপতি আ: রাজ্জাক সুজা, সম্পাদক মো: জিন্নাহ প্রমুখ। সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার-ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।