
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। সারা বাংলাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে চাকুরী স্থায়ী করণের দাবীতে মানববন্ধব করেছে ন্যাশনাল সার্ভিস কর্মীরা।
বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ ইসলামপুর উপজেলা শাখার আয়োজনে সোমবার দুপুরে থানা মোড় গোলচত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় কর্মরত কর্মীদের স্থায়ীকরণের দাবিতে প্রায় ২ হাজার ৩৮৮জন কর্মীর উপস্থিতি ছিলেন।
এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস কল্যাণ পরিষদ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি রকিবুল হাসান রাসু, সম্পাদক খন্দকার রাসেল, সৈয়দ এনামুর রকিব,ছাত্রনেতা মেহেদী হাসান ইমরান প্রমূখ।
বক্তারা ন্যায্য দাবী উল্লেখ করে চাকুরী স্থায়ীকরণ সহ ৭দফা দাবী জানান।
মানববন্ধন শেষে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও যুব উন্নয়ন কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।