
জামালপুর প্রতিনিধি ॥ “ প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে জামালপুরে দুইদিন ব্যাপী শিক্ষা মেলার উদ্ধোধন করা হয়েছে। সোমবার দুপুরে শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিক্ষা অফিস প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়। এ মেলায় বিভিন্ন ধরনের ৮টি স্টল স্থান পেয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর ইসলাম ছানা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।