
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে প্রাথমিক শিক্ষকদের প্রধান শিক্ষকের পরের ১১ তম গ্রেড দেওয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার জামালপুর শহরের পিটিআই ট্রেনিং ইনস্টিটিউট এর প্রশিক্ষনরত শিক্ষকদের আয়োজনে ইনস্টিটিউট এর সামনে ঘন্টাব্যাপী এ মাবনবন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ রাসেল শাহাদাৎ, খুরশিদা পারভীন, ইসরুল কায়ছার সহ আরো অনেকে।
এ সময় বক্তারা প্রাথমিক শিক্ষকদের বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের পরে আর কোন সহকারী প্রধান শিক্ষক এর পদ না রেখে সরাসরি ১১ তম গ্রেড প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় বক্তারা বলেন, আমাদের দাবীটি মেনে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অনুরোধ জানাচ্ছি। আর যদি আমাদের দাবীটি মেনে নেয়া না হয় তাহলে আমরা বিহত্তর আন্দোলনে যাবো বলে ঘোষণা দেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।