
মনির হোসেন, কালিহাতী প্রতিনিধি : সবাই মিলে ভাবো,নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো প্রতিপাদ্য নিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং কালিহাতী তৃণমূল নারী নেত্রী নেটওয়ার্কের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার, কালিহাতী নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার ফজিলা আক্তার লিলি, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহাসহ সেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য ও কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা-শিক্ষার্থীবৃন্দ।
⇘সংবাদদাতা: মনির হোসেন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।