
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় আন্তজার্তিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে মহিলা বিষয় অধিদপ্তর ধুনট শাখার উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জিনাত রেহেনা। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ, উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান, উপজেল প্রোগ্রাম কর্মকর্তা নাদিয়া সুলতানা, উইপি চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রোকাইয়া পারভীন, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তফিস উদ্দিন, ধুনট উপজেলা মহিলা বিষয়ক কার্যলয়ের প্রশিক্ষন কর্মকর্তা আনোয়ার বেগম, অফিস সহকারি রকিবুল ইসলাম ও টিএমএসএস ধুনট শাখার প্রোগ্রাম কর্মকর্তা (সোস্যাল) মোরশেদা হক মুকুট মনি প্রমুখ।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।