
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল ইসলামী ব্যাংকসহ শতাধিক দোকান।
সোমবার দুপুরে বেলকুচির মুকুন্দগাঁতী ইসলামী ব্যাংক সংলগ্ন বৈদ্যুতিক পোলের মিটারে সার্কিট হয়ে আগুন ধরে যায়। এতে স্থানীয় দোকান মালিক সহ উপস্থিত জনতা ভীতসন্ত্রস্ত হয়ে ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং পুলিশ ঘটনাস্থলে এসে জনগনের সহযোগিতায় দূত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাষ্টার আল আমিন হোসেন জানান, আগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দূত ঘটনাস্থলে গিয়ে স্থানিয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। আল্লাহর রহমতে বড় ধরনের ক্ষতি হয়নি। আগুন নিভাতে না পারলে বড় ধরনে ক্ষতির আশংঙ্কা ছিল।
এব্যাপারে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি২ ের বেলকুচি জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী জানান, সংবাদকর্মীর ফোনে খবর পাই এবং সাথে সাথে লোক পাঠিয়ে লাইন মেরামত করা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।