
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বন্ধু শিল্পকলা একাডেমির ১৬তম বার্ষিকী পালন করা হয়েছে।
২৪মার্চ (রবিবার) সন্ধায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাঞ্জার চর বন্ধু শিল্পকলা একাডেমি অফিস চত্বরে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। কর্মসূচরি মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এতে সভাপতিত্বে করেন রিমন আহমেদ কামাল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাত্রনেতা নয়নমনি, শাহীন আলম সোনা, রৌমারী লাইফ লাইন অর্গানাইজেশনের কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম, ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক কামাল হোসেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সদস্য সচিব এসএমএ মোমেন, ছাত্র নেতা আশিকুর রহমান বাবু, রমিজ উদ্দিন, ডাঃ রেজাউল করিম প্রমূখ।
বাঞ্জারচর বন্ধু শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার শুরু থেকেই গ্রামীন সুস্থ্যধারায় সাংস্কৃতিক পরিচালনা করে আসছেন। এছাড়াও বন্ধ শিল্পকলা একাডেমি অত্র এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ, শিক্ষাসহ সামাজিক সেবামুলক কাজ ও ধর্মীয় কাজে অগ্রহনি ভুমিকা পালন করে আসছেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জাইদুল ইসলাম জাহিদ।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।