
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী-প্রেস ব্রিফিং ও আলোচনা সভা ১৮ মার্চ বেলা ১১টায় কেজিএস মহর সোবাহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস ও কেজিএস স্কুল এর আয়োজন করে। জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসএমসি’র সভাপতি আলহাজ আব্দুল হাকিম আকন্দ এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুন্নবী, শেখ কামাল কলেজের অধ্যক্ষ সফিউল আলম স্বপন, প্রভাষক ইসরাত জাহান ইতি, ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান, কেজিএস স্কুলের প্রধান শিক্ষক-কথা সাহিত্যিক এসএম জুলফিকার আলী লেবু, ঘোষেরপাড়া আ’লীগের সভাপতি ছামিউল ইসলাম বিএসসি, সাধারণ সম্পাদক আলতাব হোসেন ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।