জামালপুরে এলজিডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

S M Ashraful Azom
0
জামালপুরে এলজিডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
জামালপুর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে অন্যায়ভাবে গ্রেফতারকৃত উপজেলা প্রকৌশলীকে মুক্তি ও উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জামালপুর এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সকালে এলজিডি ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে এলজিইডির সহকারী প্রকৌশলী মো: জিয়ার উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী মো: আব্দুস সালাম ও হিসাবরক্ষক মো: জহুরুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য রাখেন।

বক্তারা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রকৌশলী গোলাম মো: মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং অবিলম্বে তাকে মুক্তিসহ উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।


⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top