
রফিকুল আলম, ধুনটপ্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (৩০) মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেপ্তার হওয়ায় দল থেকে তাকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। সোমবার বিকেলের দিকে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নান্দিয়ারপাড়া গ্রামের কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাধরাণ সম্পাদকের দায়িত্ব পালন করে। প্রভাবশালী ওই যুবলীগ নেতার ছত্রছায়ায় এলাকার মাদক ব্যবসায়ীরা একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে।
গত ২৫ ফেব্রুয়ারী রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে থানা পুলিশ সোনাহাটা বাজার এলাকা থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবলীগ নেতা কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় কামরুল ইসলামের বিরুদ্ধে ধুনট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।