
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রমান্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উক্ত আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবাহান, কলামিষ্ট রেজাউল হক মিন্টু, মুক্তিযোদ্ধা গোলাম ওহাব, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অরুন কুমার দেবনাথ, ধুনট সরকারি এন.ইউ. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমান, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহানারা খাতুন ও শিক্ষার্থী রেজওয়ানা হক প্রমুখ।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।