বগুড়ায় ভোটারদের কেন্দ্রে আসতে মাইকিং করে নিষেধ:৩ জনকে জরিমানা

S M Ashraful Azom
0
বগুড়ায় ভোটারদের কেন্দ্রে আসতে মাইকিং করে নিষেধ৩ জনকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ভোটারদেরকে ভোট কেন্দ্রে না আসতে কৌশলে মাইকিং করানোর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিংয়ের বিষয়টি প্রশাসনের নজরে আসার সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদের সামনে থেকে রাত ১১টার দিকে ৩ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে সিএনজিচালিত অটোরিকশা চালকসহ ৩ যুবকের ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে ওই ঘটনা ঘটে।

যে তিন যুবকের জরিমানা করা হয়েছে তারা হলো: শাজাহানপুর উপজেলার জোড়া নাজমুল উলম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হুজাইফা (২১), খরনা ইউনিয়নের দাড়িগাছা গ্রামের ফজলুর রহমানের ছেলে পলাশ (২৮) ও সিএনজিচালিত অটোরিকশা চালক বামনিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রাসেল (২১)। শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা লিজা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পুলিশ জানায়, হুজাইফা ও পলাশ নামে দুই যুবক শনিবার রাতে রাসেলের সিএনজিচালিত একটি অটোরিকশায় মাইক লাগিয়ে তাতে নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার অনুরোধ সম্বলিত রেকর্ড করা বক্তব্য প্রচার করছিল। রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুর উপজেলা পরিষদের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে এ ধরনের মাইকিং স্থানীয় প্রশাসনের নজরে আসে। এরপর তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রচারের সরঞ্জামাদি জব্দ করা হয়।

পরে রাত ৯টার দিকে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সামনে নেওয়া হয়। পরে সাক্ষ্য-প্রমাণে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং আটক ওই তিন যুবকও তাদের দোষ স্বীকার করে নেয়। তখন বিচারক কানিজ ফাতেমা লিজা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধির ১৮ নম্বর ধারায় ওই তিন যুবকের ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭দিন করে কারাদ-ের নির্দেশ দেন।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, রায় ঘোষণার পর দন্ডিতরা জরিমানা দিয়ে কারাবাস থেকে রেহায় পান।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top