
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর: প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জেলার ইসলামপুরে সেঞ্চুরি মশার কয়েল কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক রবিউল ইসলামকে এক লাখ টাকা জরিমানা ও বেশ কিছু তৈরি কয়েল ধ্বংস করা হয়।
ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান বুধবার বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্র জানায়, এ কয়েল কাখানায় দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে থ্রিজি, সেঞ্চুরিসহ বিভিন্ন নামে মশার কয়েল তৈরি ও বাজারজাত করে আসছিল। ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ও পৌর শহরের জনবসতিপূর্ণ এলাকয় অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ওই কয়েল কারখানায় একাধিক বার অগ্নিকাণ্ডে ঘটনাও ঘটেছে। এতে এলাকাবাসী ও স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের নানা সমস্যায় পড়তে হয়েছে।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।