
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এইচ এম আবু তৈয়ব (আনরস) এর সমর্থনে ফটিকছড়ি নাগরিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ মার্চ) উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিয় হয় উক্ত সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির আহবায়ক এম. ছরওয়ার আজম আরজু বলেন, আমরা সকল বুদ্ধিজীবী, পেশাজীবীসহ সকল সমাজ শক্তির সাথে চুলছেঁড়া বিশ্লেষণে করে স্থানীয় সরকার প্রতিষ্ঠা ও ডায়নামিক, সাংগঠনিক দক্ষতা, স্বচ্ছতা শিক্ষিত মেধাবী হিসেবে এইচ এম আবু তৈয়বকে পূর্ণ সমর্থণ করছি ।
তিনি আরো বলেন, তিনি আমরা ফটিকছড়িবাসী নাগরিক অধিকারের সংশ্লিষ্টতা, যোগ্যতা - অযোগ্যতায় আমাদের নাগরিক আকাঙ্ক্ষায় ঘরে বসে থাকতে পারিনা , বিভিন্ন উন্নয়নে ফটিকছড়ির গুণগত পরিবর্তনের লক্ষে আবু তৈয়বকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করে ফটিকছড়ি নাগরিক কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, ব্যাবসায়ী আবু তাহের, মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, অধ্যাপক আব্দুল হক চৌধুরী, দেলোয়ার হোসাইন, সৈয়দ মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আবুল কালাম, গোলাম সরওয়ার, মোহাম্মদ আকতার হোসেন প্রমুখ।
⇘সংবাদদাতা: ফটিকছড়ি প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।