
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা ও মোটরসাইকেল সমর্থকের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেল প্রার্থী এক কর্মী আহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজারে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি ও মোটরসাইকেল প্রতীকে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামরুল অভিযোগ করেন, ধুন্দার বাজারে আমার মোটরসাইকেল প্রতীকের পোস্টার নিয়ে কর্মী-সমর্থকরা গণসংযোগ করার জন্য প্রস্তুতি নেয়।
এ সময় নৌকার সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এতে তাঁর মোটরসাইকেল প্রতীকের আলম হোসেন (৩০)নামে এক কর্মী আহত হয়েছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রেজাউল আশরাফ জিন্নাহ জানান, নৌকা প্রতীকের পোস্টার উপর মোটরসাইকেলের পোস্টার লাগানো হয়।
এ সময় নৌকার সমর্থকরা নিষেধ করলে উল্টো তাঁরা ক্ষিপ্ত হয়ে আমার কর্মী-সমর্থকদের মারপিট করে। এছাড়া নৌকার অফিসের সামনেই মোটরসাইকেলের পোস্টার টানানো হয়েছে। কয়েক দিন আগেও মোটরসাইকেল কর্মীরা আমার এককর্মীকে মারধর করেছে।
বর্তমানে ওই এলাকায় নৌকা ও মোটরসাইকেল কর্মী সমর্থকের মধ্যে উত্তজনা বিরাজ করছে। আবারো যেকোনো মুহুর্তে বড় ধরনের সংঘর্ষ ঘটনার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন জানান, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।