
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ দুর্যোগ মোকাবিলয়া প্রস্ততি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুর জাতীয় দূযোর্গ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন করে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে দমকল বাহিনীর অগ্নি নির্বাপক,দূর্যোগ ও দুর্ঘটনা বিষয়ে এক মহরা প্রর্দশনী শেষে দূযোর্গ মোকাবেলা ও প্রস্তুতি বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। সার্বিক ব্যবস্থাপনায় করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু ।
বক্তারা বলেন- বাংলাদেশে দূর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে ত্রাণ। নির্ভর কর্মসূচি থেকে বেরিয়ে এসে দূর্যোগ ঝুঁকি হ্রাসমূলক কর্মসূচির দরিদ্র ও বিপদান্ন জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে করতে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য, মানবিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান । অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী,বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশ নেয়।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।