আদমদীঘিতে দুই প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার

S M Ashraful Azom
0
Recall two presiding officers in Adamdighi

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে দুই প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভাইস চেয়ারম্যান মহিলাসহ ৫জন প্রার্থীর অভিযোগের সোমবার সন্ধ্যায় সহকারী রির্টানিং অফিসার তাদের অব্যাহতি দেন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক ইয়াছিন আলী ও ইতিহাস বিভাগের প্রভাষক নাজমুল হক।

এদের পৃথক দুটি ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার সাদেকুর রহমান জানান, সোমবার দুপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহনুর রহমান মন্টি, ফেরদৌস হাসান সুমন ও আলোগুপ্তা সহ ৫জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওই দুইজন প্রভাষকের বিরুদ্ধে এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারণা চালাছেন এমন মৌখিক অভিযোগ পাওয়ার পর নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ করার লক্ষ্যে তাদের প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সকল প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারগণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ ভঙ্গকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হবে বলে হুশিয়ার করা হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রাথী শাহিনুর রহমান মন্টি মৌখিক অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top