জামালপুর সংবাদদাতা ॥ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পরে জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন মন্দির, গির্জা, ও প্যাগোডায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
জামালপুর র্যাব-১৪ ক্যাম্প। ১৮ মার্চ দুপুরে র্যাব-১৪ এর উপ-পরিচালক পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রোববার (১৭ মার্চ) সকাল থেকে ভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন উপাসনালয় গুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জামালপুর জেলার আশেক মাহমুদ কলেজ সংলগ্ন হলি ব্যাপিস্ট চার্চ, শরীফপুরে ডেঙ্গার ঘর চার্চ, শেরপুর জেলায় শেরপুর সদরে অবস্থিত কসবা কাঠঘর রোমান ক্যাথলিক চার্চ, কসবা কাঠঘর ব্যাপিস্ট চার্চ, ঝিনাইগাতীতে মরিয়মনগর ক্যাথলিক চার্চ, শ্রীবর্দীতে হারিয়াকোনা ব্যাপিষ্ট মন্ডলী চার্চ, বাবলাকোনা ব্যাপিষ্ট মন্ডলী চার্চ, নালিতাবাড়ীতে বারমারী ক্যাথলিক চার্চ ও তীর্থস্থান সহ এই দুই জেলার সকল মন্দির, গীর্জা ও প্যাগোডায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভিন্ন ধর্মের মানুষদের কার্যকর সুরক্ষা ও নিরাপত্তা দিতেই র্যাবের এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হয়। সব ধর্মের মানুষ যাতে নির্বিঘেœ ও নির্ভয়ে তাদের উপাসনালয় গুলোতে উপাসনা করতে পারে এ ব্যাপারে র্যাব-১৪ জামালপুর ক্যাম্প তাদের আওতাধীন এলাকায় টহল কার্যক্রম ত্বরান্বিত করেছে।#
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।