বকশীগঞ্জ পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে মাঠে নেমেছে মেয়র

S M Ashraful Azom
0
বকশীগঞ্জ পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করতে মাঠে নেমেছে মেয়র
জিএম ফাতিউল হাফিজ বাবু: ৬ বছর আগে বকশীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা হলেও তেমন নাগরিক সুবিধা নিশ্চিত হয় নি পৌরবাসীর । বিভিন্ন সময় প্রশাসকরা দায়িত্ব পালন করলেও তেমন কাঙ্খিত উন্নয়ন  হয়নি। সর্বশেষ এ বছর নবগঠিত পৌরসভার দায়িত্ব নেন নির্বাচিত জনপ্রতিনিধি নজরুল ইসলাম সওদাগর।

তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে বকশীগঞ্জ পৌরসভার মানোন্নয়ন ও সেবা নিশ্চিত করতে ভিন্ন ভিন্ন পরিকল্পনা মাথায় নিয়েছেন। অনেকের সাথে বৈঠক করে পরামর্শ নিয়ে তা বাস্তবায়নের দিকে যাচ্ছেন।

ইতোমধ্যে কয়েকটি রাস্তার পাকাকরণ কাজ শুরু করেছেন মেয়র নজরুল ইসলাম সওদাগর। বকশীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র তিনি। এটি যেমন একটি ইতিহাস তেমনি তার হাত ধরেই বকশীগঞ্জ পৌরসভার উন্নয়নের সূচনা ও মডেল পৌরসভা রূপান্তর হবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের।


খোজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার সব চেয়ে বড় সমস্যা হলো শহরের জলাবদ্ধতা ও যানজট। এ সমস্যা বকশীগঞ্জ পৌরবাসীকে ভাবিয়ে তুলেছে। কিভাবে জলাবদ্ধতা নিরসন ও যানজট দূর করা যায় তা নিয়ে নগরবাসীর মাঝে শঙ্কা রয়েছে। তবে পৌরবাসীর দাবি হলো যেই পদক্ষেপ নেয়া হোক না কেন তা যেন হয় অবশ্যই টেকসই উন্নয়ন। আর এসব মাথায় নিয়েই উন্নয়নের পথে পা দেবে নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম সওদাগর।

তবে তার প্রথম পদক্ষেপ নিয়ে ইতোমধ্যে জাহির করেছেন। ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে আকস্মিক পরিদর্শনে বের হন মেয়র নজরুল ইসলাম সওদাগর। পুরো শহর ঘুরে সমস্যা দেখভাল করেন নিজে। সঙ্গে ছিলেন কাউন্সিলর , রাজনীতিবিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। যানজট সৃষ্টিকারী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হকার সহ বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বলে প্রথমে সতর্ক করে দিয়েছেন তিনি।


এছাড়াও যত্রযত্র গাড়ি পার্কিং, দিনের বেলায় ভারি পণ্য ট্রাকে কিংবা পণ্য সরবরাহ কারী যানবাহনকে নিয়ন্ত্রণের চেষ্টা করা সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। রাস্তার দু’পাশে সন্ধ্যার পর অবৈধভাবে সবজি বিক্রেতাদের নিয়ে জনগণের যে ভোগান্তির সৃষ্ট হয় তা নিয়েও তিনি সুরাহার চেষ্টা করছেন। একই সঙ্গে বকশীগঞ্জ শহরকে সবুজায়ন করা ও পরিচ্ছন্ন নগরী হিসেবে প্রতিষ্ঠা করাই তার মূল কাজ হিসেবে বেছে নিয়েছেন।

একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এগিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে নগরবাসীর সেবা দিতে চান। শুধু তাই নয় ভোক্তার অধিকার নিয়েও তিনি পরিকল্পনা মাথায় নিয়েছেন। কোন অসাধু ব্যবসায়ী ভোক্তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সুবিধা নিচ্ছেন কি না তাও নিজে খতিয়ে দেখবেন বলে পরিকল্পনা করছেন।


বকশীগঞ্জ পৌরবাসীর দাবি আমরা প্রথম মেয়রের হাত ধরে এ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় পা দিতে চাই। এ জন্য মেয়র নজরুল ইসলাম সওদাগরকে আরো সহনশীল ও ন্যায়পরায়ন ও দায়িত্বশীল হয়ে কাজ করার জন্য আহবান জানিয়েছেন।

এ ব্যাপারে বকশীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, মাস্টার প্লানের মাধ্যমে বকশীগঞ্জ পৌরসভার উন্নয়ন করা হবে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী তাই সরকারের প্রতিনিধি হিসেবে স্থানীয় সংসদ সদস্য আবুুল কালাম আজাদের পরামর্শে তিনি পৌরবাসীর সেবা নিশ্চিত করবেন বলে আশ্বস্ত করেছেন।


⇘সংবাদদাতা: জিএম ফাতিউল হাফিজ বাবু

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top