
সেবা ডেস্ক: জামালপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে আজ ২৪ মার্চ রবিবার ‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত দেশ গড়ার’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শহরের ফৌজদারী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সিভিল সার্জন ডা. গৌতম রায়ের সভাপতিত্বে যক্ষ্মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান, বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. স্বাগত সাহা, টাঙ্গাইল যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রন প্রকল্পের ফিল্ড অফিসার ডা. এসএম কামরুজ্জামান, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরা প্রমুখ। আলোচনা সভায় সিভিল সার্জন ডা. গৌতম রায় তামকজাত দ্রব্য পরিহার ও যক্ষ্মার সুচিকিৎসা নিশ্চিত করে যক্ষ্মা নির্মূলে ভূমিকা রাখার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়া সরকারিভাবে চিকিৎসাসেবা গ্রহনের জন্য সবাইকে অন্তত একজন করে যক্ষ্মা রোগী পাঠানোরও আহবান জানান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।