
সেবা ডেস্ক: আজ ২৪ মার্চ রবিবার সকালে জামালপুর শহরের বকুলতলা মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও টিআইবি’র আয়োজনে ‘সকলের জন্য সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিতে চাই পানি খাতে সুশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে নিরাপদ পানির অভাবে প্রতি বছর ৭০ মিলিয়ন মানুষ পানিবাহিত রোগে আক্রান্ত হয়, এমনকি মৃত্যুও ঘটে।
পানি দুষণ রোধ ও পানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ৭ দফা সুপারিশমালা পেশ করা হয় মানববন্ধনে। সনাক সভাপতি অধ্যাপক মীর আনসার আলীর সভাপতিত্বে সনাক সহ-সভাপতি শফিক জামান, সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, মনোয়ারা খানম, অজয় কুমার পাল, সাজ্জাদ হুসেন প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে স্বজন, ইয়েস গ্রুপের সদস্য সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।