
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: ‘শতভাগ ভর্তি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, ঝরে পড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ৭ দিন ব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে কর্মসূচি পালন করা হয়েছে।
খঞ্জনমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ১৬মার্চ সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মাঠে শহিদুল ইলামের সভাপতিত্বে মা অভিভাবক সমাবেশের নেতৃত্বদেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম। সমাবেশে উপস্থিত ছিলেন, মা অভিভাবক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।
দিবস গুলির মধ্যে ১ম দিন, শতভাগ ভর্তির কার্যক্রম অব্যাহত রাখা, শিক্ষার্থী উপস্থিত নিশ্চিত করন, ২য় দিন প্রাথমিক শিক্ষায় শতভাগ ভর্তির কার্যক্রম ও এসএমসি ও বিদ্যালয় কল্যান সমিতির যৌথ মত বিনিময় সভা, ৩য় দিন, শিশুসহ বয়স্কদের নিয়ে সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান, ৪র্থ দিন মা সমাবেশ, ৫ম দিন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ও ক্রীড়ানুষ্ঠান, ৬ষ্ট দিন অভিভাবকদের বাড়ি গিয়ে উঠান বৈঠক এবং শেষ দিন বিগত বছরে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মেধাবী ও প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান ও তাদের পিতা মাতাকে।
মা অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, অভিভাবক সদস্য আবুল কাশেম, আব্দুল মজিদ, খলিল মিয়া, সহকারী শিক্ষক নুরুন্নিসা সিদ্দিকা, তারিকুল ইসলাম, শামীমা নাসরিন, স্বপ্না ও তাছলিমা খাতুন।
সভাটি সঞ্চালন করেন, সহকারী শিক্ষক শাহিনুর রহমান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।