
জামালপুর প্রতিনিধি ॥ সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি বলেছেন, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামে মৌলবাদ, জঙ্গীবাদের কোন স্থান নেই। ইসলামের নামে যারা জঙ্গীবাদ সৃষ্টি করে মানুষকে হত্যা করে তাদের রুখে দিতে ধর্মপ্রাণ সকলকে এগিয়ে আসতে হবে।
গতকাল শুক্রবার রাতে জামালপুর জেলার বকশীগঞ্জে আজমীরগঞ্জ দরবার শরীফে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আজমীরগঞ্জ দরবার শরীফের গদিনিশীল ডক্টর খাজা নাসিরুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খাজা শাহনেওয়াজ, তৌহিদুল্লাহ প্রমুখ ।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।