
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: সানন্দবাড়ী সিনিয়র মাদ্রাসা থেকে শুরু হয়ে আকন্দ পাড়া দিয়ে যে রাস্তাটি যমুনা নদী পর্যন্ত পৌঁছেছে সে রাস্তাটিকে বেড়িবাঁধ বলে থাকেন সানন্দবাড়ীর বাসিন্দারা।
রাস্তাটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল । এই রাস্তা বা বেড়িবাঁধ দিয়ে প্রতিনিয়ত আশেপাশের আকন্দপাড়া, পাটাধোয়াপাড়া, মধ্যেরচর, নয়ারচর,মোল্লারচর এবং ব্রহ্মপুত্র নদীর ওপারে হাতীমারারচর, গাইবান্দাসহ সকল শ্রেণি পেশার মানুষ ও যানবাহন নিয়ে সানন্দবাড়ীতে যাতায়াত করে। কিন্তু, অত্যন্ত পরিতাপের বিষয় এতো পুরনো ও গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও কোন সরকারী প্রতিনিধিদের নজরে আসছে না। কিছুদিন আগে রাস্তাটি মেরামত করেছেন যা প্রতিবছর করে থাকেন। কিন্তু, অনেক যানবাহন চলাচলের কারণে কাঁচা রাস্তাটি আর চলাচলের উপযুক্ত থাকেনা।
সানন্দবাড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বর্তমান প্রবাসী জনাব ইউসুফ আলী বলেন, সানন্দবাড়ীর এই বেড়িবাঁধটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা প্রায় প্রতিবছর বন্যার সময় রাস্তাটির ওপরদিয়ে পানি গড়িয়ে যাওয়ার ফলে ভেঙ্গে যায়। যারফলে, দক্ষিণের রাস্তাঘাট, বাড়ীঘর,ফসল ব্যাপক ক্ষতি হয় ফলে বর্ষার সময় এলাকার লোকজন, হাটবাজার,স্কুল কলেজে যেতে পারেনা। আমি মনে করি রাস্তাটি যদি সঠিকভাবে মেরামত না করে তাহলে দক্ষিণে সানন্দবাড়ী বাজার থেকে শেখপাড়া, ও সানন্দবাড়ী বাজার থেকে মৌলভীরচর রাস্তাটি হাজার কোটি টাকা দিয়ে মেরামত করলেও কাজ হবে না,যদি বেড়িবাঁধ ঠিক না থাকে।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর জোরালো দাবি যমুনা নদী পর্যন্ত রাস্তাটি চওড়া ও পাকা করে এলাকার মানুষদের সুন্দর ভাবে চলাচলের সুব্যবস্থা করা।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।