
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে আগামী ১০ মার্চ উপজেলা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার দাবীতে উপজেলা আওয়ামীলীগের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার দুপুরে থানা মোড়স্থ ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল।
দলের পক্ষে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন আশা করছি। কিন্তু বিএনপি যেহেতু নির্বাচনে আসেনি,এ সুযোগকে কাজে লাগিয়ে একটি বিরোধী চক্র নির্বাচনের দিন ভোট কেন্দ্রে অরাজগতা সৃষ্টি করে অবাধ,সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ঠ করার পায়তারা করছে।
সাধারণ ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে না যায় এ ব্যাপারে নির্বাচন ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী নিয়ে নানা অপপ্রচার ও নেতা কর্মীদের নানান হুমকি প্রদান করছে। তাই সুষ্ঠু-শান্তিপূর্ন পরিবেশে নির্বাচনের প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ঠ প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
এ সময় তিনি সংবাদ সম্মেলনে অবাধ শান্তি পূর্ণ পরিবেশে উপজেলা পরিষদেও নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামীলীগের নৌকা বিজয় যেন নিশ্চিত করার লক্ষে দলীয় নেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানান। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবায়দুর রহমান দুলাল,শ্রম বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম,ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান,পৌর আওয়ামী লীগ সভাপতি নুর ইসলাম নুর,দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।