
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:"লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যাই" এই স্লোগানকে ধারণ করে বিশিষ্ট সমাজ সেবক জনাব দন্ত্যন-ন লিটনের উদ্যোগে তাঁরা কয়েকজন মিলে 'আমরা ক'জনের ব্যানারে' বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে মেধাবীও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন।
উল্লেখ্য গত ০৯ই মার্চ ২০১৯ইং তারিখে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মোট ছয়(৬)টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধাবীও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ১৩০টি স্কুল ব্যাগ বিতরণ করেন। বিদ্যালয় গুলো হচ্ছে; টুপকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌলভীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বয়ড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
 
 
 ক্ষুদে শিক্ষার্থীরা স্কুল ব্যাগ গুলো পেয়ে খুবই আনন্দিত ও উল্লোসিত। 'আমরা ক'জনের' প্রধান উদ্যোক্তা জনাব দন্ত্যন-লিটন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এবং দরিদ্র ও ঝড়েপরা শিশুদের বিদ্যালয়গামী করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।ইনশাআল্লাহ।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
 
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।