
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় পূর্বে এ সংক্রান্ত কোন মামলা না হলে হরিপুর থানার ওসিকে মামলা নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন আদালত ।
মঙ্গলবার দুপুরে হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান এ আদেশ দিয়েছেন।
আদেশে উল্লেখ করা হয়, এ সংক্রান্ত ঘটনায় কোন মামলা না হলে হরিপুর থানার ওসিকে মামলা গ্রহন এবং দ্রুত মামলার প্রতিবেদন ১১এপ্রিলের মধ্যে দাখিল করতে বলা হয়। এ সময় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নিহতদের পরিবারের সদস্যদের পক্ষ হতে মামলার কাজ দ্রুত পরিচালনা করার জন্য ও দোষিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়।
আইনজীবি অ্যাডভোকেট নুরুল ইসলামের তথ্য মতে, নিহত নবাব এর বাবা নজরুল ইসলাম, সাদেক এর ভাই মোঃ বাসেদ ও শিশু জয়নালের পিতা নুর ইসলাম পৃথক পৃথক তিনটি মামলার বাদি হয়। মামলায় ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তুহিন মোঃ মাসুদসহ আরো ৬ বিজিবি সদস্যের নাম উল্লেখ করে আরো আড়াইশ জনকে অজ্ঞাত করে মামলার অভিযোগটি জমা দেয়া হয়।
মামলার বাদিরা অভিযোগ করে বলেন,ঘটনার ১ মাস পেরিয়ে গেলেও মামলা নেয়া হচ্ছে না টাকা খরচ করে মামলার কাগজপত্র আদালতে জমা দেয়া হয়। এর পর শুধু তারিখ পরিবর্তন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারী ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর মধ্যে গরু নিয়ে সংঘর্ষের ঘটনায় ৩ জন গ্রামবাসী নিহত হয়। প্রথমে বিজিবির পক্ষ থেকে হরিপুর থানায় ২টি মামলা দায়ের করা হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে বিজিবির বিরুদ্ধে ঠাকুরগাঁও হরিপুর আমলী আদালতে ৩টি অভিযোগ দায়ের করা হয়। পবর্তিতে ১২ মার্চ দিন ধার্য করে আদেশ দেন আদালত। মঙ্গলবার ওই মামলার পরবর্তি শুনানীর দিন ১১ এপ্রিল ধার্য করেছেন আদালত।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।