
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়া সেনানিবাস সংলগ্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ফুটবল মাঠে সমরাস্ত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রধান অতিথি ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আলম ৭ দিনব্যাপী সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বগুড়া এরিয়ার উর্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ প্রদর্শনী চলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ এবং পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।
২৪ মার্চ সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। ২৫ মার্চ থেকে ৩০ মার্চ প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিন সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারবর্গ এবং সেনানিবাসস্থ স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন। এছাড়া বগুড়া শহরের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য ৩০ মার্চ এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। আগারমী ৩১ মার্চ প্রদর্শনীর সমাপন হবে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।