
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ সহ ১১ তম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে সহকারী প্রাথমিক শিক্ষকরা।
১৪ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে বকশীগঞ্জ-কামালপুর সড়কে বিকাল ৩ টা থেকে সাড়ে ৩ টা পযন্ত ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহবায়ক প্রনব কুমার সেন, যুগ্ন আহবায়ক আবদুল হালিম, যুগ্œ আহবায়ক আব্দুল্লাহ আল মিনু, যুগ্ন আহবায়ক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক তারিকুজ্জামান ছোটন, সহকারী শিক্ষক জাকির হোসেন মাসুদ, সহকারী শিক্ষক শিউলি রানী তলাপাত্র, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক ফাইদুল আলম শিবলী ও সহকারী শিক্ষক আশরাফুল আলম বিপ্লব প্রমুখ। মানববন্ধনে সহকারী শিক্ষকরা তাদের দাবি দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখে হাসিনা ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সহকারী শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে ১০৪ টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।