
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষের সমতার নতুন বিশ্ব গড়ো” এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবিব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। এছাড়াও তৃণমূলের প্রায় ৫’শ নারী-পুরুষ এ কর্মসূচীতে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীরা আর পিছিয়ে নেই। নারীরা পুরুষের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে। নারীদের চলার পথে যে বাধা আছে তা দুরীকরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করার আহবান জানান তারা।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।