বেলকুচিতে স্বতন্ত্রপ্রার্থী মীর সেরাজুল ইসলামের নির্বাচনী সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
বেলকুচিতে স্বতন্ত্রপ্রার্থী মীর সেরাজুল ইসলামের নির্বাচনী সভা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: আগামী ১০ মার্চ ৫ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা প্রচারনা মুখরীত সময় পার করছেন। দিন যতই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ততই উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থীরা বেশ আলোচিত হয়ে উঠছেন। বিশেষ করে স্বতন্ত্রপ্রার্থী আনারস প্রতিক নিয়ে মীর সেরাজুল ইসলামের প্রাচারনা রয়েছে উপজেলার সর্বত্র। প্রতিদিন সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে পথসভা, মোটরসাইকেল সোডাউন, আলোচনা সভা, গনসংযোর মাধ্যমে উপজেলা প্রতিটি ভোটারদের নিকট তার মনোনীত আনারসকে প্রতিকের বার্তা পৌছে দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বজায় রেখে সোমবার বিকালে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তাঁত শিল্পখ্যাত তামাই উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয় নির্বাচনী আলোচনা সভা।

উক্ত আলোচনা সভায় ভাঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ফজলার রহমান রুমুর সভাপতিত্বে ও আব্দুল্লাহ শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সমাজ সেবক আলহাজ্ব ফজলার রহমান তালুকদার।

এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ঢাকা বনানী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন।

এছারাও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মাষ্টার, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি হাজী বদিউজ্জামান বদী, সমাজ সেবক জহুরুল ইসলাম ভূইয়া, বনানী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সেলিম,জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি দলের সভাপতি সাহাদত হোসেন মুন্না,থানা তাঁতী দলের সভাপতি আব্দুল মান্নান জোয়াদ্দার, আওয়ামীলীগ নেতা মাহবুব জোয়াদ্দার প্রমুখ।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top