
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপ-প্রেস সচিব, সহকারী একান্ত সচিব (এপিএস)-২, দু’জন বিশেষ সহকারী ও একজন অ্যাসাইনমেন্ট অফিসার নিয়োগ দেয়া হয়েছে।
চুক্তিতে এ নিয়োগ দিয়ে গত ৪ মার্চ সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক হাসান জাহিদ তুষার।
আর বিশেষ সহকারী নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কৃষিবিদ মশিউর রহমান। উপসচিব পদমর্যাদায় তারা এ নিয়োগ পেয়েছেন।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ নিয়োগ পেয়েছেন গাজী হাফিজুর রহমান। গাজী হাফিজুর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার।
এ ছাড়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের ছেলে মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।
এ নিয়োগের আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রামে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
কলেজজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বর্তমানে নূরনবী বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও কাজ করছেন।
ছাত্ররাজনীতির পাশাপাশি একজন ভাস্কর্যশিল্পী হিসেবেও তার পরিচিতি আছে। গাজীপুর ও নরসিংদীর সার্কিট হাউসে তার ডিজাইনে নির্মিত ভাস্কর্য শোভা পাচ্ছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু (৫২-৭১) টেরাকোটাটিও তার ডিজাইনে নির্মিত। জামালপুরের মাদারগঞ্জের হেমরাবাড়ীতে জন্মগ্রহণ করা এই ভাস্কর শিল্পী শিল্পকর্মের জন্য একাধিক স্বীকৃতিও পেয়েছেন।
বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, নারী ও পাখি, ফুল, প্রকৃতি বিষয়ে তার শিল্পকর্ম প্রশংসিত হয়েছে। এসব কাজের পাশাপাশি ছাত্ররাজনীতিতেও তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।