
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকালে ওই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ সভায় ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল নজরুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানির্ং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানির্ং কর্মকর্তা মোখলেসুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মাহবুব আলম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবদুর রউফ তালুকদার, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বিজয়, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জুমান তালুকদার প্রমুখ।
ওই সভায় বিজিবির অধিনায়ক লে.কর্নেল নজরুল ইসলাম আগামি ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন। তিনি প্রার্থীদের আশ্বস্ত করে বলেন এই নির্বাচন সম্পূর্ণ অবাধ ও নিরপেক্ষ হবে। কোন প্রভাবশালী ব্যক্তি বা মহল বিকল্প চিন্তা করলে তা প্রতিহত করা বলেও হুঁশিয়ার করে দেন তিনি।
পাশাপাশি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন এই কর্মকর্তা।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।