
জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহে নারী-শিশুর উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠন শীর্ষক কর্মশালা ৪ মার্চ দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস ও উপজেলা পরিষদ যৌথভাবে এর আয়োজন করে।
ইউএনও তামিম আল ইয়ামীন প্রধান অতিথির বক্তব্য রাখেন। তথ্য অফিসার নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিন্নাহ, চরগোবিন্দী হাই স্কুলের প্রধান শিক্ষক আহসান হাবিব, উত্তর মেলান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া ইসলাম, সহকারি শিক্ষক মিজানুর রহমান রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল প্রমুখ। কর্মশালায় শিক্ষক-সুশীল সমাজ-জনপ্রতিনিধি-মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।