
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সময় গড়ানোর সাথে সাথে উপজেলা নির্বাচন যেন উৎসবে পরিনিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রতিটি প্রার্থী এখন ব্যস্ত ভোটের মাঠ দখল নিতে। প্রার্থীরা প্রতিদিন কাটাচ্ছেন তাদের নিজস্ব প্রচার প্রচারনা নিয়ে। কে হবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আর কে বা হবে ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান। সেটা দেখার অপেক্ষায় আছে এ উপজেলার জনসাধারন। তবে ফলাফল যাই হোক না কেন চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রী-মুখী এমনটা বলছে উপজেলার সাধারন জনগন।
সাধারন মানুষের সাথে কথা বলে জানা যায়, ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান যেমন তেমন হোক না কেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে লড়াই হবে ত্রী-মুখী। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী বেলকুচি সরকারী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম সাজেদুল সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন দোয়াত কলম নিয়ে। একই কলেজের আরেক সাবেক ভিপি মীর সেরাজুল ইসলাম সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছে আনারস মার্কা নিয়ে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহাম্মাদ আলী আকন্দ নৌকা মার্কা নিয়ে নির্বাচন করছে। এছারা আনোয়ার হোসেন নামের সতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল নিয়ে নির্বাচনের মাঠে থাকলেও তেমন তাকে ভোটের মাঠে দেখা যায় না।
ভোটের মাঠে লড়াকো এই ৪ প্রার্থী মধ্যে লরাই হবে তিন প্রার্খীর। তিন প্রার্খী যেন নড়েচড়ে উঠেছেন স্ব স্ব সমর্থক ও নেতাকর্মীদেরকে নিয়ে। এখন প্রহরগুনছে আগামী ১০ মার্চের ফলাফলের জন্য আপামর জনসাধারন।
ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তারা বেলকুচি উপজেলা চেয়ারম্যান হিসাবে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করবে যে হবে এ উপজেলা উন্নয়নের রুপকার। সততার সাথে নিজেকে সাধারন মানুষের উন্নয়নে নিবেচিত সৎ শিক্ষিত মেধাবী একজন যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।