বগুড়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪০৬

S M Ashraful Azom
0

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় শান্তিপূর্নভাবে এইচএসসি ও সমমানের মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের পরীক্ষা একযোগে শুরু হয়েছে। 

সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে শান্ত পরিবেশ দেখা যায়। কেন্দ্রের বাহিরে উৎকণ্ঠায় অভিভাবকরা থাকলেও কেন্দ্রের কক্ষে আনন্দের সঙ্গে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। জেলায় এবার এইচএসসি ও সমমানের মোট পরীক্ষা দিচ্ছে ২৮ হাজার ২২৪ জন। প্রথম দিনে অনুপস্থিত ছিলো ৪০৬ জন পরীক্ষার্থী। 


বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ জানান, বগুড়া জেলায় মোট কেন্দ্র রয়েছে ৩০টি। 

মোট শিক্ষার্থী ২২ হাজার ৪০৪। উপস্থিত ২২ হাজার ১১৬। অনুপস্থিত ২৮৮ শিক্ষার্থী। আলিম পরীক্ষার কেন্দ্র ১৪টি, মোট শিক্ষার্থী ১ হাজার ৯১৭জন, অনুপস্থিত ছিল ৪৪ জন। কারিগরি শিক্ষার পরীক্ষা কেন্দ্র ১৫টি, শিক্ষার্থী ৩ হাজার ৯০৩ জন। অনুপস্থিত ছিলেন ৭৪ জন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top