
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া জুম্মার ঘর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে শুক্রবার গভীর রাতে একটি বাস রাস্তার পাশে উল্টে খাদে পড়ে ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে বুড়িমারীগামী বরকত এন্টারপ্রাইজের একটি নৈশকোচটি বালুয়া জুম্মারঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয় এবং অপর ১৬জন গুরুতর আহত হয়।
খবর পেয়ে পুলিশ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। নিহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয়া পাওয়া গেছে। তারা হলো- রংপুর মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন (৩৫), লালমনির হাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম (৪২), টাঙ্গাইলের সুনীল কুমার (৪৫)।
আহত যাত্রীরা জানায়, বাসটি বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেয়া হচ্ছে এবং নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।