বিজ্ঞানমনস্ক মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা: শিক্ষা উপমন্ত্রী

S M Ashraful Azom
0
বিজ্ঞানমনস্ক মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা উপমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি: ৫ এপ্রিল শুক্রবার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘অ্যাডভান্সমেন্ট ইন লাইফ সায়েন্স’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিজ্ঞানমনস্ক মানুষ।
তিনি বুঝতে পেরেছেন বিজ্ঞান ও গবেষণা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। তাই তিনি ১৯৯৬ সালে ক্ষমতায় এসেই গবেষণা খাতে বেশি বরাদ্দ দিয়েছিলেন। ফলে বর্তমানে গবেষণাধর্মী কাজের মাধ্যমে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব খাতে সফলতা এসেছে।’

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, আগামী ৫০ বছর পর বাংলাদেশের পরিবেশ কেমন হবে তা নিয়ে পরিবেশ গবেষকদের এখনই গবেষণা শুরু করতে হবে। দেশের বিশ্ববিদ্যালগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান চর্চার ওপর গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার যখন ১৯৯৬ সালে ক্ষমতায় থাকাকালে কৃষি ও শিক্ষা বিভাগে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ফল এখন পাওয়া যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে গবেষণার জন্য বর্তমান সরকার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন করার চেষ্টা করছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ছানোয়ার হোসেন।

⇘সংবাদদাতা: টাঙ্গাইল প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top