
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার বলমঝাড় ইউনিয়নে অবস্থিত রঘুনাথপুর এম.এ উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্র-ছাত্রীদের মাঠ রক্ষার স্বার্থে এক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ।
৯ এপ্রিল মঙ্গলবার ঘন্টাব্যাপী এলাকার সর্বসাধারণ মানুষ ও স্কুলের ছাত্র-ছাত্রীসহ ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, এটি একটি ঐতিহ্যবাহী সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেখানে প্রতিবছরে ছাত্র-ছাত্রীরা লেখাপড়া শিখে দেশ ও জাতির গৌরব অর্জন করে থাকেন। কিন্তু ছাত্র-ছাত্রীদের খেলাধুলার মাঠটি রক্ষার স্বার্থে আজ এলাকার লোকজন সম্বিলিত হয়ে এই মাঠটি রক্ষার জন্য মানববন্ধন শেষে বিক্ষোভে অংশে নিয়েছে। তারা আরো বলেন খেলাধুলার মাঠ রক্ষায় সর্বশেষ চেষ্টা অব্যহত থাকবে।
জানা যায়, উক্ত স্কুলের নামে নতুন ভবনের ইঙ্গিত পেলেও তা এখনও নির্মিত হয়নি। এক পাওয়া তথ্যে জানা যায়, স্কুলের মাঠেই ভবনটি নির্মাণ করতে চায়। কিন্তু ভবন নির্মাণ হলে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করার মাঠ থাকবে না । তবে স্কুলের মাঠ ছাড়াও পর্যাপ্ত পরিমানের জায়গা রয়েছে স্কুলের আশেপাশে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।