![]() |
শ্রেণীকক্ষে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থানায় প্রবেশ |
স্কুল মাঠে ভুট্টা শুকানো ও মাড়াই কার্যক্রম নিষেধ করার কারনে ক্ষিপ্ত হয়ে মরিচাকান্দি গ্রামের আবু শামা ও তার পুত্র সুজন মিয়া ওই ঘটনা ঘটায়। শিক্ষককে মারপিটের সময় ভয়ে শ্রেণিকক্ষ থেকে অনেক শিশু বই ফেলে পালিয়ে যায়। শিশুদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এদিকে শ্রেণিকক্ষে ঢুকে সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ক্লাশ ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার দাবি করেন। শ্রেণি কক্ষে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানায় হাজির হয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়।
স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, অভিযুক্তরা প্রতিদিনই স্কুল মাঠে ভুট্টা শুকানো ও মাড়াইয়ের কাজ করে। এতে একদিকে শ্রেণিকক্ষে শিশুরা থাকতে পারে না। শব্দ ও ধুলোবালিতে পাঠদান কার্যক্রম সমস্যা হয়। অপরদিকে স্কুলের মাঠে ময়লা আবর্জনায় ভরে যায়।
![]() |
স্কুল মাঠে ভূট্টা শুকানোর চিত্র |
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।