সিলেটের ছাত্রদল সভাপতি ধর্ষণ করলেন প্রতিবন্ধী নারীকে

S M Ashraful Azom
0
সিলেটের ছাত্রদল সভাপতি ধর্ষণ করলেন প্রতিবন্ধী নারীকে

সেবা ডেস্ক: সিলেটের আখালিয়ায় ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেছেন মানিকুর রহমান (কট্রা মানিক) নামের এক ছাত্রদল নেতা। ধর্ষক মানিকুর রহমান সিলেট মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। খবর পেয়ে সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর ভিকটিম প্রতিবন্ধী নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত তাকে টানা দুই ঘন্টা ধর্ষণ করেন ছাত্রদল নেতা কট্রা মানিক।

ভিটকটিমের স্বামী ঝিনুক মিয়া জানান, দুই সন্তানের জননী বাক প্রতিবন্ধী তার স্ত্রীকে ৯নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মানিক জোরপূর্বক বসত ঘরে প্রবেশ করে ধর্ষণ করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০ থেকে ১২টা পর্যন্ত কট্রা মানিক করে চলে যায়। রাতে যখন তিনি বাসায় আসেন তখন তার স্ত্রী ধর্ষনের বিস্তারিত খুলে বলেন। পরে তিনি তার স্ত্রীকে কট্রা মানিকের ছবি দেখালে তিনি ধর্ষক মানিককে শনাক্ত করেন।

বিষয়টি জানাজানি হলে কট্রা মানিক বিভিন্ন ভাবে ধর্ষিতার পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেন বলেও জানান ভিকটিমের স্বামী ঝিনুক।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিলেট মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ। ধর্ষিতা নারীকে আজ শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফাস্ট অব ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত যতো ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা আমরা করব।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top