
সেবা ডেস্ক: বলিউডের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে চায়নাতে । এবার চায়নার বাজারে মুক্তি পাচ্ছে প্রথম কোনো বাংলা ছবি। তবে ছবিটি ভারতের নয়, বাংলাদেশের। আগামী ৩মে চিনে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ছবি 'বেঙ্গলি বিউটি'। ছবিটি চিনা ভাষায় ডাব করে দেখানো হবে।
ছবির পরিচালক ও অভিনেতা রাহশান নূর জানিয়েছেন, চিনা ছবির বাইরে সারা বছর ৩৬টা অন্যদেশের ছবি মুক্তি দেয় তারা। এর মধ্যে বেশির ভাগ থাকে হলিউডের ছবি। বলিউডের কয়েকটি ছবি চিনে মুক্তি পেয়েছে। এই প্রথম কোনো বাংলা ছবি চিনে মুক্তি পাচ্ছে।'
'বেঙ্গলি বিউটি' ছবিটির চিনা নাম 'জিনসে দে মানজালা'। এই নামের অর্থ 'সোনার বাংলা।
চিনের ফিল্ম ডিস্টিবিউটার কোম্পানি জিনি মিডিয়া ছবিটি পরিবেশনার দায়িত্ব নিয়েছেন। এই কোম্পানিটির অধীনে প্রায় তিন হাজার সিনেমা হল রয়েছে।
'বেঙ্গলি বিউটি' সিনেমায় রাহশান নূরের বিপরীতে অভিনয় করেছেন মমতাহিনা টয়া।
এই খবরে আশার আলো দেখতে পাচ্ছেন টলিউডের পরিচালকরা। ছবিটি যদি বক্স অফিসে সাড়া ফেলে তবে চিনে বাংলা ছবির চাহিদা বাড়বে বলে মনে করছেন তারা।
ইতিমধ্যে চিনে সলমন খানের দু'টি ছবি মুক্তি পেয়েছে, বজরঙ্গি ভাইজান আর সুলতান। এর মধ্যে বজরঙ্গি ভালো ব্যবসা দিলেও সুলতান সে ভাবে বক্স অফিসে ছাপ ফলতে পারেনি। সেই তুলনায় আমির খানে শেষ দুটি ছবি দঙ্গল এবং সিক্রেট সুপারহিরো ভালো রোজকার করেছে।
মুক্তি পাওয়ার পাঁচ দিনের মধ্যে ৩৩.১ কোটি ডলার ব্যবসা করল অ্যাভেঞ্জার্স এন্ডগেম। ডিজনির ব্যানারে তৈরি এই ছবিটি চিনে বক্স অফিসের নিরিখে নয়া রেকর্ড করেছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।