
গাইবান্ধা জেলা প্রতিনিধি : এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে গাইবান্ধার বিভিন্ন উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১১১জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
২৯ এপ্রিল সকালে সদর উপজেলার উত্তর হরিণসিংহাস্থ এসকেএস স্কুল এ্যান্ড কলেজ -এর চতুর্থ তলার হলরুমে এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) দীপেন কুমার সাহা।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, পরিচালনা কমিটির সদস্য ফারুকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. অনামিকা সাহা, এসকেএস ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) খোকন কুমার কুন্ডু, সহকারী পরিচালক (এইচ আর এ্যান্ড এ্যাডমিন) মোঃ মাহফুজার রহমান, সহকারী পরিচালক (অর্থ) মোঃ মাসুদ আলম, সহকারী পরিচালক (এমএফ) মোঃ ইমরান কবির, স্যোশাল বিজনেস সমন্বয়কারী আবু সাঈদ সুমন।
আলোচনা শেষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফের) শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় ও এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১১১জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৩ লাখ ৩২ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.আব্দুল মতিন ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন এসকেএস ফাউন্ডেশনের পিআরএ্যান্ডসি ম্যানেজার মো. আশরাফুল আলম।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।