
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর আলোকিত হলো উপজেলা পশ্চিমাঞ্চলের যমুনা নদী সংলগ্ন মধ্য বেলগাছা গ্রাম। বেলগাছা ইউনিয়নের এই গ্রামের ২৩লক্ষ ৮০হাজার টাকা ব্যায়ে ১০৩টি পরিবারে বিদ্যুতের নতুন সংযোগের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল।
সোমবার দুপুরে বেলগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই উপলক্ষে এক আলোচনা সভায় সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের সুইচ টিপে বিদ্যুতের নতুন সংযোগের শুভ উদ্বোধন করেন।
বেলগাছা ইউপি আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন তোতার সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাছের,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,পল্লী বিদ্যুৎ ইসলামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শিফাজ উদ্দিন মল্লিক ও বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক,দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জুয়েল,যুবলীগ যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু,সাংগঠনিক সম্পাদক আল আমিন,প্রমূখ।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।