
সেবা ডেস্ক: আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ছাত্র অবস্থায় নীতি-নৈতিকতা এবং সততা শিক্ষা দিতে বিক্রেতা বিহীন টাঙ্গাইলের ভূঞাপুর ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ সততা স্টোর এর উদ্বোধন করেছেন।
বিক্রেতা বিহীন এই স্টোর থেকে শিক্ষার্থীরা খাদ্যপন্য, শিক্ষা উপকরণের পাশাপাশি বিভিন্ন জিনিষপত্র কিনতে পারবে। দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকের ব্যবস্থাপনায় ও ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনায় সততা স্টোর পরিচালিত হবে।
সরেজমিনে দেখা গেছে, সততা স্টোর নামক ওই দোকানের তাকে সাজানো আছে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে কলম, পেনসিল, খাতা, জ্যামিতি বক্স, রাবার, খাদ্যপণ্য হিসেবে বিস্কুট, চকলেটসহ বিভিন্ন পণ্য।
দোকান জুড়ে সাজানো রয়েছে হরেক রকমের পণ্য ও শিক্ষা সামগ্রী। কিন্তু দোকানের কোন মালিক নেই। নেই বিক্রয় কর্মীও। নজরদারির জন্য নেই কোন সিসি ক্যামেরা। দোকানে সাজানো পণ্যের গায়ে দাম লেখা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই দাম নির্দিষ্ট বাক্সে রেখে পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্ত, সহকারী প্রধান শিক্ষক নুরে আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ, সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক শাহ আলম প্রামানিক, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী সৈয়দ নাছির উদ্দিন, ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর এর সভাপতি কামরান পারভেজ ইভানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।