
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ৮ কৃষকের বিরুদ্ধে গজিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার দুপুরের দিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস খাতুন বাদী হয়ে থানায় এ অভিযোগ দিয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সিমানায় পাশ্ববর্তী জমির মালিকেরা প্রায় ১২বছর আগে ইউক্যালিপটাস গাছ গুলো রোপন করে। বর্তমানে এই গাছ গুলো অনেক মূল্যবান হয়েছে।
এ অবস্থায় শুক্রবার সকালের দিকে গজিয়াবাড়ি গ্রামের শাহ আলম, আনিছুর রহমান, আকবর আলী, নজরুল ইসলাম, হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, বুলবুল হোসেন ও নজরুল ইসলাম মাঠের সিমানা থেকে ২৫টি গাছ কর্তন করে। গাছ কেটে নেওয়া কৃষকেরা বিদ্যালয়ের মাঠের সিমানা ঘেষা জমির মালিক।
এদিকে আসবাবপত্র তৈরীর জন্য বিদ্যালয় মাঠ থেকে এ সব কাটা গাছের প্রায় অর্ধেক অংশ কৃষকেরা নিজ নিজ বাড়িতে নিয়ে গেছে। সংবাদ পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাস্থলে পৌছে অবশিষ্ট গাছের কাটা অংশ নিতে কৃষকদের বাধা দিয়েছে।
গাছ কেটে নেওয়া কৃষকদের পক্ষে গজিয়াবাড়ি গ্রামের শাহ আলম বলেন, প্রায় ১২ বছর আগে গাছ গুলো আমাদের জমির আইলে রোপন করেছিলাম। কয়েক মাস আগে নতুন করে সিমানা নির্ধারন করায় গাছ গুলো বিদ্যালয়ের সিমানায় পড়েছে। আমাদের জমির আইলে গাছ গুলো লাগানো হয়েছিল, তাই কেটে নিয়েছি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিছ খাতুন বলেন, বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে মাঠের পার্শ্ববর্তি জমির মালিকেরা ইউক্যালিপটাস গাছ গুলো কেটে নিয়ে যেতে ছিল। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে গাছ কর্তন করা ব্যক্তিদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।
ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বিদ্যালয়ের ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, বিদ্যালয়েরে গাছ কর্তনের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।