
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে দুর্বৃত্তের হাতে গোকুল রায় (৪০) নামের এক স্বর্ণশিল্পী নিহত হয়েছে। গোকুল পৌর শহরের টিকাপাড়ার ধীরেন্দ্র নাথ রায়ের পুত্র এবং প্রিয়া জুয়েলার্সের সত্ত¡াধিকারী উত্তম রায়ের ছোট ভাই।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় এ ঘটনা ঘটে। মৃত গোকুলের ফোনকল লিস্ট দেখে সন্দেহভাজন ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ।
মৃতের পরিবার , প্রত্যক্ষদর্শী ও পুলিশসুত্রে জানাযায়, বৃহষ্পতিবার রাত ১২ টার দিকে গোকুল কাজ সেরে বাড়িতে এলে একটা ফোন পেয়ে তিনি বাইরে যান। আধা ঘন্টা পর বাড়ি থেকে কিছু দূরে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে পাড়া প্রতিবেশিরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। মৃত গোকুলের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে সদর থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান। মৃতের আত্মীয় স্বজনদের দাবী , তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। লাশের পিএম রিপোর্ট পাওয়া গেলে ও মৃতের ফোনকল লিষ্ট অনুযায়ী সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করলেই মৃত্যু রহস্য বেড়িয়ে আসবে বলে আশা করছি। এ ঘটনায় মৃতের কললিস্ট দেখে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে রতন ও বিষ্ণু নামে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন বলেও তিনি জানান।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।