
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ(এনডিজি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে ন্যাশনাল একাডেমী ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) এর আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গোলাম রেজার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমিন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামিলীগ সভাপতি একেএম ইউসুফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার গাজী ফজলুল হক ভাষানী, সরকারী শাহাদত কলেজের অধ্যক্ষ ও মাষ্টার ট্রেইনার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।